ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

তুর্কি নাটকের জনপ্রিয়তা: কী এর বিশেষত্ব?

প্রকাশিত: ১৪:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

তুর্কি নাটকের জনপ্রিয়তা: কী এর বিশেষত্ব?

ছবি: সংগৃহিত

বাংলার নাটকের পর ভারতীয় সিরিয়াল থেকেও সরে এসে ভিন্ন ঘরানার তুর্কি সিরিয়াল দেখতে ঝুঁকছেন টেলিভিশন দর্শকরা।

তুর্কি নাটকের অন্যতম বৈশিষ্ট্য গল্পের বৈচিত্র্য, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রহস্য, আভিজাত্য, ধর্মীয় মূল্যবোধ, নান্দনিক উপস্থাপন, সংলাপ, অভিনয় ও সংগীত আয়োজন। তাছাড়া, তাদের পোশাক ও সেট ডিজাইনও বেশ নজরকাড়া। যার ফলে তুর্কি সিরিয়ালগুলো বর্তমানে দর্শকপ্রিয়তায় প্রথমদিকে আছে। প্রতিযোগিতায় একটা বড় অবস্থান করে নিয়েছে এই নাটক গুলো।

তুরস্কের জনপ্রিয় সিরিয়ালগুলো অটোম্যান সাম্রাজ্য, ওসমানিয়া সাম্রাজ্য, তুর্কি মুসলিমদের জীবনধারা, ওসমানিয়া খেলাফত পূর্ববর্তী তুরস্কের নানা ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত। এসব সিরিয়ালের বিষয়বস্তু ও সংলাপের মাঝে ইসলামী ভাবধারা এবং মুসলমান শাসকদের ইতিহাসের কিছু বিষয়ের বাস্তবভিত্তিক উপস্থাপন করা হয়েছে।

ধারণা করা হয়, অটোম্যান সাম্রাজ্য বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়কে একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছিল। এ কারণে অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মতো ভারতেও এ তুর্কি সিরিয়ালগুলো জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করেন সমালোচকরা।

কল্পকাহিনীর চেয়ে ইতিহাসের ঘটনাপ্রবাহ দেখার ও তথ্য জানার প্রতি মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই থাকে বেশি। তুর্কি সিরিয়ালে মানুষ সেই খোরাক অনেকটাই মেটাতে পারছে। সেক্ষেত্রে, তুর্কি সিরিয়ালগুলোর পোশাক পরিকল্পনা, সেট ডিজাইন, ষড়যন্ত্র, দ্বন্দ্ব-বিবাদে ভিন্নতা আছে। অনুষ্ঠানের ভিন্নতা থাকলে মানুষ তা সহজে গ্রহণ করে।

তুর্কি নাটক গুলো বেশ বড় বাজেটে নির্মাণ হয়ে থাকে। এর সেটের নকশা, আলোর ব্যবহার, শব্দ সম্পাদনা, অ্যাকশন পরিচালনা বেশ উচ্চমানের। সেইসঙ্গে সুদর্শন অভিনেতা অভিনেত্রীদের বিচরণ এবং তাদের অনবদ্য অভিনয় ও সংলাপ নাটকগুলোতে আরো ভিন্ন মাত্রা যোগ করে।


কাহিনীর সঙ্গে তাল মিলিয়ে যেসব সংগীত আবহ তৈরি করা হয়, সেগুলোও বেশ মনোমুগ্ধকর। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিরিয়ালগুলোর ভাষার ব্যবহার অন্তত সুনিপুণ এবং মাধুর্যপূর্ণ। এতে করে সকল বয়সের দর্শক সিরিয়ালগুলোর প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছে।

সূত্র: https://www.facebook.com/share/v/1Dp7jN21BP/

মায়মুনা

×