ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আমি মরে পড়ে থাকলেও খোঁজ নেয়ার কেউ নাই আমার: লামিয়া

প্রকাশিত: ১৩:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আমি মরে পড়ে থাকলেও খোঁজ নেয়ার কেউ নাই আমার: লামিয়া

ছবি: সংগৃহীত।

প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে জমিসংক্রান্ত এক ঘটনায় প্রায় ৪০ জনের একটি দল তাকে আক্রমণ করে। প্রাণে বেঁচে ফিরে ঢাকায় ফিরেছেন বলে দাবি করেছেন লামিয়া চৌধুরী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে এবং পায়ে আঘাত করেছে।

আজ (২৩ ফেব্রুয়ারি) রবিবার এক সংবাদ সম্মেলনে আক্ষেপের সাথে লামিয়া চৌধুরী বলেন, "আমি মরে পড়ে থাকলেও, কেউ আমার খোঁজ নেয় না।"

লামিয়া আরও বলেন, "আমার মাকে সবাই চেনেন। আমার মায়ের চরিত্র কিরকম ছিল, সবাই জানেন। আমার পরিবার আমাদের যথাযথভাবে বড় করেছে, আমরা এসব কাজ করতে পারি না। আমরা গুন্ডামি কিংবা মিথ্যা কিছু করি না। সেই কারণেই আজকে আমি এই অবস্থা, একা আমি এখানে নিঃসহায়। আমাদের জমি দখল করার চেষ্টা চলছে।"

তিনি আরো জানান, "আমি সপ্তাহে প্রতি শনিবার গ্রামে গিয়ে আমার কাজিনদের সাথে সময় কাটাতে যাই। কিন্তু সেদিন সেখানে যাওয়ার পর দেখি, কিছু নেতা ও শক্তিশালী মানুষ ৩০-৪০ জন গুন্ডা নিয়ে আমাদের জমিতে এসে খুঁটি বসাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এই জমি নিয়ে আমাদের মধ্যে কোন বিতর্ক নেই। আমরা সবাই চাই সম্পত্তি চার ভাগে ভাগ হোক, কিন্তু আমার ছোট মামী এবং তার সহযোগীরা সবকিছু জোরপূর্বক দখল করতে চায়।"

লামিয়া চৌধুরী আরও জানান, "এটা শুধুমাত্র জোরজবরদস্তি এবং ব্ল্যাকমেইলিং এর চেষ্টা। আমার মাকে নিয়ে বহু বছর ধরে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু আমরা কখনও তাদের বিরুদ্ধে খারাপ কিছু বলিনি, কারণ আমরা এরকম লোক নই।"

এ ঘটনার মাধ্যমে লামিয়া চৌধুরী তার পরিবারের প্রতি অত্যাচার এবং জমি নিয়ে চলমান সংঘাতের অবস্থা তুলে ধরেছেন। তিনি আরও বলেন, "এই সমস্যার সমাধান না হলে, আমি কোথায় যাবো, আমি জানি না। আমাদের কোনো নিরাপত্তা নেই।"

নুসরাত

×