ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

টগর থেকে বাদ পড়লেন দীঘি, যুক্ত হলেন পূজা

প্রকাশিত: ১২:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

টগর থেকে বাদ পড়লেন দীঘি, যুক্ত হলেন পূজা

দীঘি বদলে টগর সিনেমায় যুক্ত হলেন পূজা

বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক আলোক হাসান। সিনেমার নামা রাখা হয় ‘টগর’। মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয়, ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। কিন্তু মাস গড়াতেই এক মাসের ব্যবধানে, প্রকাশিত সিনেমার মোশন পোস্টারে দেখা গেলো দীঘির জায়গায় পূজাকে!  জানা গেল, দীঘি নয়, ‘টগর’ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। 
নায়িকা পরিবর্তনের কারণ জানতে ছবির পরিচালক আলোক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে দীঘির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন তিনি। পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়। পরিচালক আরও জানান, ২৫ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই শুটিং শহরের বিভিন্ন লোকেশনে টানা ২৫ দিন চলবে। এরপর গানের শুটিং ভিন্ন কোনো লোকেশনে হবে। ছবিটি আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। 
নায়ক আদর আজাদ জানান, ‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল ‘পিনিক’র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’
দীঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’

শম্পা

×