ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

’আরো দাও গ্রামে ওয়াইফাই’ এতো ভাইরাল কেন?

প্রকাশিত: ১১:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

’আরো দাও গ্রামে ওয়াইফাই’ এতো ভাইরাল কেন?

ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুকে সয়লাব 'আরো দাও গ্রামে ওয়াইফাই' সংলাপটি।

ফেসবুকে ঢুকে এমন ক্যাপশান দেখেনি এখনও এমন মানুষ পাওয়া দুষ্কর। সবাই এই লাইনটি জুড়ে দিয়ে বিভিন্নরকম হাস্যরসাত্মক ছবি শেয়ার করছেন, ভিডিও শেয়ার করছেন। আর কমেন্টে তা নিয়ে গ্রামের মানুষ আর শহরের মানুষের বাকবিতন্ডা পর্যন্ত চলছে।

অনেকে অপ্রাসঙ্গিক পোস্টের নিচেও এমন মন্তব্য করে যাচ্ছেন। এই বিষয়ে জানতে গিয়ে দেখা গেলো এর পাল্টা জবাবে গ্রামে বসবাসকারী মানুষজনও লিখছেন 'আরো দাও শহরে ওয়াইফাই'। এই নিয়ে তুমুলযুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

তবে এই সংলাপটির উৎপত্তি কোথায় তা এখনও জানা যায়নি।

আবীর

×