ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

রাখির মন্তব্য

‘ভারতে রোজ নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন’

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘ভারতে রোজ নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন’

বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতীয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সমালোচনা করে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। পেয়েছেন প্রাণনাশের হুমকি। এবার একই ঘটনায় নাম জড়িয়েছে রাখি সাওয়ান্তের। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে যাওয়ার কারণে শুক্রবার মহারাষ্ট্র অপরাধদমন শাখা সমন পাঠিয়েছে রাখিকে। তবে বিষয়টি ভালোভাবে নেননি বিতর্কের এই রানি। উল্টো তার উপদেশ, ভারতে রোজ নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। সেদিকে নজর দেওয়া জরি।

রাখির মতে, ভারতে রোজ নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। তাদের এবং তাদের মা-বাবার প্রতি আরও সহানুভূতিশীল হওয়া দরকার। আরও কড়া হাতে অপরাধ এবং অপরাধীদের দমন করা দরকার। এ দিকে নজর দিলে দেশ আরও সুন্দর হয়ে উঠবে।

আগামী ২৭ ফেব্রুয়ারি রাখিকে মুম্বাইয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমন পেয়ে ক্ষোভ উগরে এক ভিডিওবার্তায় জানান, তাকে সমন পাঠানো অর্থহীন। পাল্টা অভিযোগ জানিয়ে বলেন, “ধর্ষণের অনেক মামলা জমে, সে সব আগে সমাধান করুন!”

আত্মপক্ষ সমর্থন করে রাখি বলেন, “ভিডিও কল করলেই আমি সব বলে দেব। একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে ডাকা হয়েছিল। আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। কোনো অশ্লীল কথা বলিনি।”

সজিব

×