ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত, তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব’Ñ নিজের ফেসবুক ওয়ালে ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে মেলে ধরে এ কথা লেখেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
অভিনয়ের পাশাপাশি জয়ার রূপেও মুগ্ধ অনুরাগীরা। ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল শাড়ি, নিত্যনতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন জয়া আহসান, একইসঙ্গে এতে ছড়িয়ে পড়ে উষ্ণতাও। দেশের তুলনায় এখন ভারতেই বেশি আনাগোনা তার।
সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি। বেনারসিতে জয়ার সেই অনবদ্য লুকই এখন ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। প্রায় যে কোনো পোশাকেই মানানসই জয়া আহসান।
দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশূটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে।
চার ছবির কোলাজে মোট ১১টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, আমি রক্তাক্ত, আমি ব্যথিত, তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।
জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন-দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার। আরেকজন লিখেছেন, শুভ সকাল ১৩ বছরের যুবতী আপ, আরেকজনের মন্তব্য, সেই ছোটবেলা থেকে দেখছি, একই রকমের আছেন জয়া আহসান।
নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘পুতুল নাচের ইতিকথা’। সম্প্রতি সেখানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, অনেক দর্শক ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন। যার ফলে সেখান থেকে প্রশংসা পাচ্ছেন জয়া।

×