ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

পর্দার সৌরভ গাঙ্গুলী রাজকুমার রাও

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

পর্দার সৌরভ গাঙ্গুলী রাজকুমার রাও

অবশেষে জানা গেল ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীনির্ভর সিনেমায় কে অভিনয় করছেন নাম ভূমিকায়। এ তালিকায় এসেছে রণবীর কাপুর, রণভীর সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের নাম। কে হতে যাচ্ছেন পর্দার সৌরভ গাঙ্গুলী, এই প্রশ্ন উড়েছে বলিউডের বাতাসে। তবে এবার বোধহয় উত্তর মিলল। কারণ খোদ সৌরভ জানিয়েছেন, তার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সৌরভ বলেন, আমি যা শুনেছি, তাতে রাজকুমার রাও এই চরিত্রে (প্রধান চরিত্রে) অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। তাই এটি মুক্তি পেতে এক বছরেরও বেশি সময় লাগবে।
সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে সকল ফরমেট মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছেন। কলকাতার রাজপুত্র পরবর্তীতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিযুক্ত হন তিনি। তিনি ভারতকে ২১টি টেস্ট জয় এবং ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন। এই তারকা ক্রিকেটার বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।

×