ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

হা হা হা এটাই বাস্তব

প্রকাশিত: ২০:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

হা হা হা এটাই বাস্তব

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বর্তমানে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।এ যেমন ফ্যাশন,গান,নাচ,কথা সবকিছুতেই ট্রেন্ডিং একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ।

গেল স্বৈরাচার পতনের পর যেমন বিভিন্ন গ্রাফিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা করেছেন নেটিজেনরা।যেমন পিও আফা,ইন্টারনেট বন্ধ করি নাই,একা একা বন্ধ হইয়া গেছে,দরবেশ বাবার আয়নাবাজি,নাটক কম কর পিও,কিংবা হালের ট্রেন্ডিং গান ছি ছি ছিরে ননী ছি রে ননী ছি কিংবা এ জন্যই তোদের ইন্টারনেট বন্ধ করে দিছিলাম এমন হাজারো ট্রেন্ডিং ইস্যু সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই ভাইরাল হচ্ছে।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশিদিন ধরে যে শব্দটি ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে, তা হলো নেত্রকোনার জনপ্রিয় সোশ্যাল অ্যাকটিভিস্ট রিপন ভিডিওর রিপনের বলা উক্তি, হা হা হা এটাই বাস্তব।নেটিজেনদের কাছে রিপনের এই এক উক্তি এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে সময়ের সাথে তাল মিলিয়ে।

রিপনের শুধু  এই উক্তি না আরো অনেক উক্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।যেমন হায় ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আই এম রিপন ভিডিও।

তোমাদের মাঝে এসে গেলাম একটা ছন্দ বলতে…এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন নেত্রকোনার রিপন নামের এই যুবক। যার অনেকগুলো ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।মূলত তার এসব ভিডিওতে থাকে বিভিন্ন ছন্দ। ভুল উচ্চারণের কারণে ভিডিওগুলো মজা করে দেখে নেটিজেনরা।

এসব ভিডিও শেয়ারও হচ্ছে অনেক। এর ফলে সহজেই ফেসবুকে লাখ লাখ ভিউ হচ্ছে তার ভিডিও। এছাড়া তাকে নিয়ে ফেসবুকে হাসি-ঠাট্টার কমতি নেই। তাই রিপন এখন আলোচনায়।

নেত্রকোনার রিপন পেশায় কাঠমিস্ত্রি। আসবাবপত্র তৈরির দোকানে কাজ করেন। এর ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন। বুঝে উঠতে পারতেন যে আসলে ফেসবুকে কী লেখা রয়েছে। পড়েছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত।

নিজের এসব ভিডিও প্রসঙ্গে রিপন বলেন, ছন্দ ও কবিতা ভালোবাসি। এটা আমার শখ ছিল। আমি এগুলো নিজে-নিজেই বানাই। মানুষ এগুলো নিয়ে ফেসবুকে শেয়ার করে, লাইক করে। এভাবেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে।

নিজের উচ্চারণ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে অনেক কিছু স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারে না, আমিও পারি না।

রিপন আরো বলেন, দুই মাস আগে আমার ফেসবুক পেজ বানানো হয়েছে। বর্তমানে অনেকেই আমার ইন্টারভিউ নিতে চায়। সেজন্য মোবাইল নম্বর খোলা রাখি। তবে অনেকেই বিরক্ত করে, আমার বিষয়ে জানতে চায়। তাদের জন্য কাজ করতে পারি না। সে জন্য নম্বরটি অনেক সময় বন্ধ রাখি।

কিন্তু রেহাই নেই। মানুষজন দেখা করতে চলে আসে। ঢাকা থেকে অনেকজন ইন্টারভিউ করে নিয়ে গেছেন। ইউটিউবে সেসব প্রকাশ হয়েছে।

 

ফুয়াদ

×