ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

গোপনে বিয়ে করলেন নার্গিস, সুইজারল্যান্ডে হানিমুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

গোপনে বিয়ে করলেন নার্গিস, সুইজারল্যান্ডে হানিমুন

ছবি: সংগৃহীত

গোপনে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী নর্গিস ফাখরি। দীর্ঘদিনের সঙ্গী টনি বেগের সঙ্গে যুক্তরাজ্যের লস অ্যাঞ্জেলসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিবেশে বিয়ের আয়োজন করেছেন নার্গিস ও টনি। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

একটি ছবিতে দেখা যায় বিশাল একটি বিয়ের কেকের ওপর “হ্যাপি ম্যারেজ” অর্থাৎ শুভ বিবাহ এবং নবদম্পতির নামের প্রথম অক্ষর লেখা।

একটি সূত্র যেটি ইটাইমসকে জানিয়েছে, নর্গিস এবং টনি অনুষ্ঠান চলাকালীন নিজেদের ছবি তোলার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন।

বিয়ের পর নবদম্পতি এখন সুইজারল্যান্ডে তাদের হানিমুন উপভোগ করছেন। নর্গিস এবং টনি তিন বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টনি কাশ্মীরি বংশোদ্ভূত একজন ব্যবসায়ী এবং তিনি লস অ্যাঞ্জেলসে বসবাস করেন।

এর আগে নর্গিস তার সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। যদিও তিনি টনির নাম উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, “আমি বিস্তারিততে যেতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমি খুব সুখী।”

সূত্র: https://www.ndtv.com/entertainment/nargis-fakhri-marries-boyfriend-tony-beig-in-los-angeles-inside-pics-from-wedding-go-viral-7767234

এমটি

×