ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

যত প্রশংসা, যত সমালোচনা, সবই আমার কাজ নিয়ে: রুনা খান

প্রকাশিত: ০৫:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

যত প্রশংসা, যত সমালোচনা, সবই আমার কাজ নিয়ে: রুনা খান

বিখ্যাত অভিনেত্রী ও মডেল রুনা খান সম্প্রতি তার অভিনয় জীবন নিয়ে বিস্ময়কর মন্তব্য করেছেন। ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর দিয়ে তার পেশাগত অভিনয় জীবন শুরু হয়েছিল। আজ, ২০২৫ সালে এসে তার ২০ বছরের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, "আমার কাজ নিয়ে যত প্রশংসা, যত সমালোচনা সবই আমার কাজের সঙ্গে সম্পর্কিত। আমি এটিকে খুবই ইতিবাচকভাবে দেখি।"

এছাড়া, রুনা বলেন, "যখন একজন অভিনেতা বা মডেল এর কাজ নিয়ে আলোচনা বা সমালোচনা হয়, তা বোঝায় তিনি তার কাজটি করছেন। তবে আমি বিশ্বাস করি, যদি শুধু প্রশংসাই থাকতো, তা হবে একপেশে। প্রশংসা ও সমালোচনা, দুটোই আমাকে শিখতে সাহায্য করে। সমালোচনার মাধ্যমেই আমি নিজেকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারি।"

সম্প্রতি রুনা খান তার ক্যারিয়ারের কিছু জনপ্রিয় চরিত্রের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমার কিছু চরিত্র, যেমন সিসিমপুরের সুমনা, গ্রামীণ ফোনের অরূপা বা আমার নাটক ও সিনেমার চরিত্রগুলো, দর্শকদের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। এ ধরনের চরিত্রগুলি বাস্তব জীবনের কাছাকাছি, যা দর্শকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সহায়ক হয়েছে।"

অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করার স্বাধীনতা তিনি তুলে ধরেন, এবং একই সাথে দর্শকদের প্রতিক্রিয়া গ্রহণের গুরুত্বও বোঝান। রুনা বলেন, "আমার চরিত্র, আমার লুক, আমার কাজ নিয়ে দর্শকরা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, এবং সেটাই স্বাভাবিক।"

এভাবে রুনা খান তার ক্যারিয়ারের ২০ বছর পূর্তি উপলক্ষে তার কাজের নানা দিক ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, যা তার ফ্যানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=429654213507516&rdid=7XGVtJKkDoHUuaQA

রাজু

×