ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তারকা হয়েও নিরাপদ নন! সেলফির অজুহাতে অভিনেত্রীকে হয়রানি

প্রকাশিত: ০২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তারকা হয়েও নিরাপদ নন! সেলফির অজুহাতে অভিনেত্রীকে হয়রানি

নানান কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এক ভক্ত সেলফি তুলতে গিয়ে এই তারকাকে যৌন হয়রানি করেছেন। ঘটনার আংশিক দৃশ্যসহ একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে আছেন পুনম পান্ডে। তিনি ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন, ঠিক তখনই এক ব্যক্তি পেছন থেকে এগিয়ে এসে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি পুনমকে জাপটে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যান অভিনেত্রী, দ্রুত নিজেকে সরিয়ে নেন।

এ ঘটনার পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে চরম অশোভন আচরণ হিসেবে উল্লেখ করে দোষীর শাস্তির দাবি তুলেছেন। তবে এ নিয়ে এখনো পুনম পান্ডে কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

এই ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা ও পাবলিক ফিগারদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউড মহলে।

 

রাজু

×