ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আমি কম দামি কাপড় পরি: সোহানা সাবা

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৫:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আমি কম দামি কাপড় পরি: সোহানা সাবা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোহানা সাবা জানালেন, তিনি কখনো ব্র্যান্ডের পেছনে ছুটেন না। কাপড়ের ক্ষেত্রে তার মূল লক্ষ্য হচ্ছে আরাম। সোহানা সাবা বলেন, "আমি কম দামি কাপড় পরি, কারণ আমার কাছে আরামটাই গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডের নাম না থাকলেও যদি কোনো কাপড় ভালোভাবে পরা যায়, আরামদায়ক হয়, তবে তা পরতে কোনো সমস্যা নেই।"

তিনি আরও জানান, কাপড়ের সৌন্দর্য তার জন্য গুরুত্বপূর্ণ, তবে সেটি সঠিকভাবে পরা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। "যতটা সম্ভব সহজ এবং আরামদায়ক পোশাক পরতেই আমি পছন্দ করি," বলেন সোহানা সাবা।

জাফরান

×