ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মাতৃভাষা দিবসে পড়শীর আয়োজন 

প্রকাশিত: ১২:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মাতৃভাষা দিবসে পড়শীর আয়োজন 

ছবি: সংগৃহীত

দেশের নান্দনিক কন্ঠ শিল্পী সাবরিন পড়শী। সাধারণত আধুনিক ধারার গান করেন তিনি। তবে পড়শীর কন্ঠ মানেই ভক্তরা যেন ভিন্নভাবে উপভোগ করেন। 

সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে  একটি রেকর্ড করা গান শেয়ার করেন ভক্তদের সাথে। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলায় গান গাই গানটি রেকর্ড করে, সেটি ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করেন। এক মিনিট সময় ধরে গাওয়া গানটিতে একটি বারের জন্যেও যেন স্ক্রীন থেকে চোখ বা মনোযোগ সরানো সম্ভব না। অপরূপ কণ্ঠ আর অপার ভক্তি, আরো একবার যেন ভক্তদের মন জয় করে নিলেন তিনি। 

ভিডিওটিতে দেখা যায় সাদা ও কালো রংয়ের একটি টপ পড়ে, খোলা চুলে, চোখে দেশপ্রেম নিয়ে গানটি গাইছেন তিনি। 

প্রসঙ্গত,পড়শী একজন বাংলাদেশি সংগীতশিল্পী। ২০০৮ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ-এ ২য় রানার আপ হন তিনি। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি চলচ্চিত্রের জন্য।

শিলা ইসলাম

×