ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

কেনো নিজের কোম্পানির পণ্য কিনতে পারলেন না স্পাইডারম্যান খ্যাত টম?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কেনো নিজের কোম্পানির পণ্য কিনতে পারলেন না স্পাইডারম্যান খ্যাত টম?

ছবি: সংগৃহীত

স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড নিজেকে প্রাপ্ত বয়স্ক প্রমাণ করতে না পারায় নিজের ব্র্যান্ড ‘বেরো-এর মাদকমুক্ত বিয়ার (পানীয়) কিনতে ব্যর্থ হলেন। ২৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা তার ইন্সটাগ্রামের স্টোরিতে এই অপ্রত্যাশিত ও অদ্ভুত ঘটনা শেয়ার করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের সুপারশপ ‘টার্গেট এর পরপর দুটি দোকানে গিয়ে কাঙ্ক্ষিত পণ্য কিনতে ব্যর্থ হয়ে তৃতীয় আরেকটি দোকানে যান। সেখানে সেই পণ্য পেলেও কিনতে গিয়ে বিপত্তি বাঁধে।

পিপল ম্যাগাজিনের সূত্র মতে, তিনি ব্রিটিশ নাগরিক হওয়ায় তার কাছে ব্রিটেনের আইডি কার্ড(পরিচয়পত্র) ছিলো। যা দোকানটির ক্যাশিয়ার গ্রহণ করতে অসম্মতি জানায়। ফলে তিনি যে বিয়ার কেনার জন্য প্রাপ্তবয়স্ক তা প্রমাণ করতে ব্যর্থ হন টম। পরে অবশ্য দোকানের এক কর্মচারী তাকে চিনতে পেরে নিজস্ব পরিচয়পত্র স্ক্যান করে তাকে পণ্যটি কিনতে সহায়তা করে।

সূত্র: https://people.com/tom-holland-tried-to-buy-his-own-non-alcoholic-beer-at-target-and-his-id-wasn-t-accepted-i-couldn-t-prove-my-age-11681994

এমটি

×