ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মিথিলা

আমরা দুজন দুজনকে শাসন করি

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১০:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আমরা দুজন দুজনকে শাসন করি

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অভিনেত্রী ও শিক্ষাবিদ রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছেন, তার মেয়ে আইরা তার ভালো বন্ধু। মা-মেয়ের সম্পর্কের বাইরে তারা একে অপরের পরামর্শদাতা এবং শাসন করতেও পিছপা হন না।

মিথিলা বলেন, "আমরা দুজন দুজনকে শাসন করি। আমি ওকে শাসন করি, আবার সেও আমাকে শাসন করে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে ও খুব সিরিয়াস। আমার পিএইচডি করার বিষয়েও ও আগ্রহ দেখায় এবং আমাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করে।"

তিনি আরও জানান, "আইরা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসঙ্গে সময় কাটাই, গল্প করি, পরামর্শ দিই এবং একে অপরের ভুল ধরিয়ে দিই।"

মিথিলার মতে, সন্তান ও মায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে তারা একে অপরকে সহজভাবে বোঝার সুযোগ পান। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, অনেকেই মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেছেন।

জাফরান

×