
চণ্ডীগড়ে লাইভ পারফর্মেন্স চলাকালীন ঘটে গেল অন্যতম সুন্দর মুহূর্ত। সকল ভক্তরা তখন ব্যস্ত গান শোনার জন্য। স্টেজে তখন তিনি গাইছিলেন 'লাপাতা লেডিজের' অন্যতম জনপ্রিয় গান 'ও সজনি রে'। স্বনামধন্য এবং বিশ্ববিখ্যাত গায়ক অরিজিত সিং-এর। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে পৃথিবীর প্রতিটি সঙ্গীত ভক্তদের ঘরে ঘরে খুব সহজেই পৌঁছে গিয়েছেন তিনি।কনসার্ট চলাকালীন ভিডিও কল করে বসলেন বাবাকে। তখনও তিনি গান থামাননি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে অরিজিত ফোন করে হাত নারলেন। উঠে দর্শকদের দিকে হেঁটে গেলেন, ফোন ঘুরিয়ে সকলকে দেখালেন তাঁর বাবাকে।
একটি ছেলের কাছে এর চাইতে আর বড় ব্যাপার কী বা হতে পারে, যেখানে হাজার হাজার মানুষ তাঁর গান শুনছে, আর সেই সময় ভিডিও কল করে বাবাকে সবটা দেখাচ্ছে। যেন অরিজিতের কাছে খুব সাধারণ ব্যাপার। আসলেই খুব সাধারণ বিষয় যেভাবে তিনি নিজের জেলায়, নিজের শহরে অনায়াসে ঘুরে বেড়ান, এমনকি সহজেই সবার মধ্যে মিশে যেতে পারেন।
রাজু