ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ফকির আলমগীরের ৭৫তম জন্মদিন আজ 

স্টাফ রিপোর্টর

প্রকাশিত: ০০:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ফকির আলমগীরের ৭৫তম জন্মদিন আজ 

ফকির আলমগীর

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ফকির আলমগীরের ৭৫তম জন্মদিন আজ ২১ ফেব্রুয়ারি। ১৯৫০ সালের আজকের দিনে ফরিদপুরের ভাঙা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ¯œাতকোত্তর করা ফকির আলমগীর সংগীতকেই জীবনের ধ্যান-জ্ঞান মনে করতেন। মহান মুক্তিযুদ্ধের সময় সংগীতকে হাতিয়ার করেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ধারার গান করে দেশব্যাপী পরিচিতি পান তিনি। তার কণ্ঠে অনেক লোকসংগীত জনপ্রিয় হয়েছে।

ফকির আলমগীরের গাওয়া তুমুল শ্রোতাপ্রিয় গানগুলোর একটি ‘ও সখিনা গেছস কি না ভুইলা আমারে।’ লম্বা সময় তার এই গান মানুষের মুখে মুখে ফিরেছে। ‘এমন দরদী ভবে কেউ হবে না আমার মা গো’ গানটিও সন্তানদের আবেগকে বিপুলভাবে নাড়া দিয়েছিল। 
তবে গণসংগীত ফকির আলমগীরের মূল জায়গা। এই ধারার সংগীত চর্চা, প্রচার ও প্রসারে এককভাবে বিপুল অবদান রেখেছেন তিনি। ১৯৭৬ সালে তার গড়ে তোলা ঋষিজ শিল্পীগোষ্ঠী দেশের অন্যতম আলোচিত সংগীত দলগুলোর একটি। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ¯œাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘সুরমা নদীর গাঙচিল’, ‘যারা আছেন হৃদয় পটে।’ 
সংগীতসহ সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক প্রদান করা হয়। ২০২১ সালের ২৩ জুন পৃথিবী থেকে চিরবিদায় নেন ফকির আলমগীর। ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ পরিবার ও ঋষজ’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই গণসংগীত শিল্পী ফকির সিরাজ।

×