ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

হলিউডি থ্রিলারে এবার কাঁপাবেন সালমান, সঙ্গী সঞ্জয় দত্ত !

প্রকাশিত: ২২:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

হলিউডি থ্রিলারে এবার কাঁপাবেন সালমান, সঙ্গী সঞ্জয় দত্ত !

কেউই বড় পর্দায় আসেননি অনেকদিন। সালমান খান বছরে একটি সিনেমা করলেও, সঞ্জয় দত্ত সাম্প্রতিক অতীতে সেভাবে কিছু করেননি। আর এবার দুজনে আসছেন একেবারে হলিউড ছবিতে।

হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে ভাইজান সালমান খান ও সঞ্জয় দত্তকে। বলিউডে সঞ্জু বাবা বলেই যাকে সকলে চেনেন। একসময় খুব দোস্তি ছিল দুজনের। তারপর সঞ্জয়ের কারাবাস এবং পরিবর্তিত জীবনের পর দুজনকে এক ফ্রেমে বিশেষ দেখা যায়নি। এবার দুজনে একসঙ্গে আসছেন রূপালী পর্দায়। বি-টাউনের জনপ্রিয় এই দুই হিরোর গন্তব্য এবার হলিউড। আর এমন খবর প্রকাশ্যে আসতেই সিনেমহলে থামছে না শোরগোল। জানা গেছে, হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে।আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা। আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে। সৌদির আলউলা স্টুডিওজে শুরু হয়েছে সেই হলিউড ছবির শুটিং, যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আমেরিকান থ্রিলার ঘরানার ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে। তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি।  তিন দিনের শুটিং শুরু করতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সালমান খানের টিম রিয়াদে পৌঁছায়।প্রসঙ্গত, সালমান খান এবং সঞ্জয় দত্ত বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে 'সাজন' (১৯৯১), 'চল মেরে ভাই' (২০০০) এবং 'ইয়ে হ্যায় জলওয়া' (২০০২)। এই জুটিকে সবসময়ই দর্শকদের আকৃষ্ট করেছে।

রাজু

×