ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

রাজ রিপা

না বুঝে কথা বলে ভাইরাল হয়ে যাই

প্রকাশিত: ২১:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

না বুঝে কথা বলে ভাইরাল হয়ে যাই

ছবিঃ রাজ রিপা সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ রাজ রিপা অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করতে চান, কিন্তু বাস্তবে তিনি বারবার ভাইরাল হয়ে যাচ্ছেন তার নিজেরই না বোঝে বলে ফেলা কিছু কথার কারণে! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি প্রতিবার চেষ্টা করি আমার অভিনয় দিয়ে দর্শকের মন মাতাতে, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এমন কিছু বলে ফেলি, যেটা পরে ভাইরাল হয়ে যায়!"

রাজ রিপার মতে, তিনি কখনোই ইচ্ছা করে বিতর্ক সৃষ্টি করেন না। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বা সাক্ষাৎকার দেওয়ার সময় কিছু কথা না বুঝেই বলে ফেলেন, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন আলোচনার ঢেউ।

একটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, "একবার আমি এক ইন্টারভিউতে বলেছিলাম, ‘আমি চাই ঢালিউড ইন্ডাস্ট্রি একদিন হলিউডকেও টপকে যাবে!’ তারপর দেখলাম সবাই এটা নিয়ে মজা নিচ্ছে। কিন্তু আমি তো ইন্ডাস্ট্রির জন্য আশাবাদী!"

দর্শকদের প্রতিক্রিয়াসোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজ রিপার সরলতা এবং কনফিডেন্সকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ মজার ট্রল বানিয়ে ভাইরাল করছেন তার বক্তব্যগুলো। তবে এ নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।

রাজ রিপা বলেন, "সবাই তো ভাইরাল হতে চায়, কিন্তু আমি ভাইরাল হতে চাই না – তবুও ভাইরাল হয়ে যাই! এটা আমার জন্য এক রহস্য!"

এত বিতর্কের মাঝেও রাজ রিপা আত্মবিশ্বাসী যে তার অভিনয় ক্যারিয়ার লম্বা হবে। তিনি বলেন, "একসময় মানুষ আমাকে শুধু আমার কাজের জন্য চেনে, সেই দিনটাই আমার স্বপ্ন। আপাতত, আমি অভিনয় নিয়ে সিরিয়াস থাকতে চাই, না বুঝে কিছু বলা কমিয়ে দিতে চাই!"

×