ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

অবশেষে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ!

প্রকাশিত: ২১:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

অবশেষে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ!

ছবি: সংগৃহীত

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা "প্রেমের সমাধি"-এর এক বিখ্যাত সংলাপ— "চাচা, হেনা কোথায়?"—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই সংলাপ ঘিরে তৈরি হয়েছে নস্টালজিয়া ও হাস্যরস। বহুদিন পর অবশেষে সেই হারিয়ে যাওয়া হেনার দেখা পেলেন অভিনেতা বাপ্পারাজ।

সম্প্রতি অভিনেতা নাইম টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন বাপ্পারাজসহ বিনোদন জগতের অনেক তারকা। এই আড্ডারই এক বিশেষ মুহূর্তে মজার ছলে হেনার খোঁজ পাওয়ার অভিনয় করা হয়। নাইম ও শাবনাজ তাদের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখান, কীভাবে বাপ্পারাজ হেনার খোঁজ পান।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞেস করেন, "নাইম ভাই, হেনা কোথায়?" তখন নাইম মজা করে বলেন, "বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! আমার সঙ্গে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে!" এই শুনে বাপ্পারাজ নাটকীয়ভাবে চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরে বলতে থাকেন, "আমি বিশ্বাস করি না!"

এরপরই পরিবেশ হয়ে ওঠে আরও আনন্দময়। বিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কুনালসহ উপস্থিত সবাই একসঙ্গে গাইতে শুরু করেন "প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়" গানটি। আর ঠিক তখনই সকলের সামনে উপস্থিত হন পর্দার হেনা— শাবনাজ!

এমন আবেগঘন ও হাস্যরসে ভরা মুহূর্ত দেখে উপস্থিত সবাই নস্টালজিক হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ক্লিপটি শেয়ার করে তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। দীর্ঘদিন পর এই সংলাপকে কেন্দ্র করে পুরনো দিনের স্মৃতি যেন আবারও নতুন করে জীবন্ত হয়ে উঠল!

ভিডিও দেখুন: https://youtu.be/SryjYW1g_kA?si=WnT7OpnD5O_VqL0p

এম.কে.

×