ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

গোলাপি জামদানিতে মোহময়ী বুবলি, ভক্তদের ভালোবাসায় সিক্ত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গোলাপি জামদানিতে মোহময়ী বুবলি, ভক্তদের ভালোবাসায় সিক্ত

ছবিঃ শবনম বুবলি, সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি সম্প্রতি তার ফেসবুক পেজে একটি গোলাপি জামদানি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। ঐতিহ্যবাহী এই বাঙালি লুকে তার মোহনীয় উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "সব সময়ের প্রিয় জামদানি শাড়ি।" গোলাপি জামদানির সঙ্গে মানানসই করে তিনি হাতভর্তি চুড়ি ও খোপায় ফুল পরে নিজেকে সাজিয়েছেন। তার এই লুক প্রশংসায় ভাসছে।ছবি শেয়ার করার পরপরই ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। 

জাফরান

×