ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

রাজ রিপা

শোবিজে টিকে থাকতে কিছুটা শো-অফ করতেই হবে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শোবিজে টিকে থাকতে কিছুটা শো-অফ করতেই হবে

ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ রাজ রিপা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন তার জীবন ও ক্যারিয়ারের নানা দিক। মধ্যবিত্ত পরিবারে রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠা এই অভিনেত্রী জানিয়েছেন, নায়িকা হওয়ার জন্য তাকে নিজের পোশাক-পরিচ্ছদ ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হয়েছে।

রাজ রিপা বলেন, "আমি ছোটবেলা থেকে বোরখা ও হিজাব পরতাম। আমার পরিবার বেশ রক্ষণশীল ছিল। তবে যখন নায়িকা হওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন বুঝলাম—শোবিজে টিকে থাকতে কিছুটা শো-অফ করতেই হবে।"

তিনি আরও বলেন, "আমি এখনও সুযোগ পেলে হিজাব বা বোরখা পরি, তবে ক্যারিয়ারের কারণে পোশাকের ক্ষেত্রে মানিয়ে নিতে হয়েছে।" তার মতে, চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাশন ও ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়।

জাফরান

×