ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রেম ছাড়া কি জীবন চলে?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রেম ছাড়া কি জীবন চলে?

ছবিঃ শ্রাবন্তী চট্টোপাধ্যায়,সংগৃহীত

সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রেম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি হাসিমুখে বলেন, "মন তো পাগল মন, যে কোনো সময় প্রেমে পড়তে পারে।" তিনি আরও বলেন, "প্রেম কার না ভালো লাগে? প্রেম ছাড়া কি জীবন চলে?" 

শ্রাবন্তীর এই মন্তব্য এবং অভিরূপের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার আলোচনার সৃষ্টি হয়েছে।শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমানে তার নতুন সিনেমা 'বাবুসোনা' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেছেন, যা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। সম্প্রতি, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে 'বাবুসোনা'র বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়, যেখানে শ্রাবন্তী ও সহ-অভিনেতা জিতু কমল উপস্থিত ছিলেন। দেখা যাক এবার কার প্রেমে পড়েন এই সুন্দরী নায়িকা?

জাফরান

×