ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন ভাইয়ের বউ শ্রীমা!

প্রকাশিত: ১৫:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন ভাইয়ের বউ শ্রীমা!

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এর ভাবি ও কনটেন্ট ক্রিয়েটর শ্রীমা রাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। অনেকে অভিযোগ করেন যে, তিনি ঐশ্বরিয়ার খ্যাতি ব্যবহার করে জনপ্রিয়তা অর্জন করছেন। এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন শ্রীমা। 

ইউটিউব ক্রিয়েটর মোহসিনা আহমাদের সঙ্গে কথোপকথনের সময় শ্রীমা জানান, গত বছরের নভেম্বরের একটি ঘটনা ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। তিনি বলেন, আমাকে বলিউডের এই গল্পের নতুন চরিত্র বানিয়ে দেওয়া হয়েছিল, যা অত্যন্ত কষ্টদায়ক ছিল।

তিনি আরও বলেন, আমি আমার ব্লগিং ক্যারিয়ার কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছি। আমি কখনোই চাইনি আমার পারিবারিক সম্পর্ক আমার পরিচয়ের প্রধান ভিত্তি হোক।

তবে তার বক্তব্য স্পষ্ট করার পরও তিনি অনলাইন ট্রোলিংয়ের শিকার হন। তিনি বলেন, কোনো নারীর পথচলার সঙ্গে অন্য কারও তুলনা করা অন্যায়। একজনের প্রতি সম্মান জানাতে গিয়ে অন্যজনকে অপমান করার কোনো প্রয়োজন নেই।

এর আগে শ্রীমা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, আমি বহু বছর ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছি এবং ২০০৯ সালে গ্ল্যাডরাগস মিসেস ইন্ডিয়া গ্লোব জিতেছি। ২০১৭ সাল থেকে আমি ব্লগিং শুরু করি এবং নিজের পরিচয় গড়ে তুলি। আমি কখনোই কারও নাম ব্যবহার করে ব্যবসা খুলিনি।

তবে পরে এই পোস্ট তিনি ডিলিট করে দেন।

 

সূত্রঃ https://www.facebook.com/share/15jQBP73BD/

রিফাত

×