ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

সাদা চলবে না, লাল লাগবে আমার: কার উদ্দেশে পরীমনি?

প্রকাশিত: ১১:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সাদা চলবে না, লাল লাগবে আমার: কার উদ্দেশে পরীমনি?

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদী—দুজনকে নিয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। এবার শোনা যাচ্ছে, তিনি প্রেম করছেন শেখ সাদীর সঙ্গে। সম্প্রতি তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে, যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশের পর সেই গানটি পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লিখেছেন মাত্র একটি শব্দ—‘দারুণ’।

এই পোস্টের মন্তব্যে একজন মজার ছলে লিখেছিলেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী।” উত্তরে পরীমনি বলেন, “কেবল তো শুরু। সারাজীবনই দেব।” পরীমনির এমন রসিকতায় মন্তব্যের ঘরে আরও অনেক রিঅ্যাকশন জমা হয়।

শেখ সাদীও পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। তবে তাতেই সন্তুষ্ট ছিলেন না পরীমনি। পাল্টা মন্তব্যে তিনি লেখেন, “লাল লাগবে আমার।”

প্রসঙ্গত, ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান দিয়ে আলোচনায় আসেন শেখ সাদী। এরপর নিয়মিতই ইউটিউবে নিজের গান প্রকাশ করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। এ মাসের শুরুতে তার প্রকাশিত ‘কুফা’ গানটির জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি।

তবে তাদের সম্পর্কের গুঞ্জন আরও তীব্র হয়, যখন জানা যায়, সম্প্রতি পরীমনির একটি মামলায় শেখ সাদী তার জামিনদার হয়েছেন। এ বিষয়ে শেখ সাদী বলেন, “পরীমনি আমার সহকর্মী। গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়ি। এরপর আদালতে গিয়ে জামিনদার হই।”

পরীমনি এ প্রসঙ্গে জানান, অসুস্থতার কারণে আদালতে যেতে না পারায় তার বন্ধুদের সহযোগিতায় তিনি সাহস পেয়েছেন। শেখ সাদীও তাদের মধ্যে একজন। জামিনের প্রয়োজনীয়তার মুহূর্তে সাদী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং জামিননামায় স্বাক্ষর করেন।

আসিফ

×