ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

লোকে বলে তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিছুই আসে-যায় না: শ্রাবন্তী

প্রকাশিত: ১১:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

লোকে বলে তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিছুই আসে-যায় না: শ্রাবন্তী

ছবি : সংগৃহীত

লোকে বলে তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিছুই আসে-যায় না: শ্রাবন্তী

শ্রাবন্তী তার জীবন নিয়ে বলছেন যে, তিনি নিজের দায়িত্বে শক্ত হয়ে থাকেন এবং পরিবার, কাজ, ও সন্তানদের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন।

 

 

 

 

 

তিনি তাঁর জীবনের জন্য কৃতজ্ঞ এবং মনে করেন যে, নিজের পছন্দে জীবন কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও মাঝে মাঝে তিনি অনুভূতিপ্রবণ হয়ে ভেঙে পড়েন, তবে সেগুলি কাছের মানুষের সামনে প্রকাশ করে পরে নিজেকে সামলে নেন। প্রেম ও সম্পর্কের বিষয়ে তিনি বলেন, যেপ্রেমে তো থাকিই।

 

 

 

কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভাল থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু এসে-যায় না!

 

 

 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পে তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত। তিনি ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত "মায়ার বাঁধন" চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন।

 

আঁখি

×