ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

সুকান্ত গুপ্তের ‘এবং মেঘবালিকা’

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: ২১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সুকান্ত গুপ্তের ‘এবং মেঘবালিকা’

সুকান্ত গুপ্ত

লেখক ও আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত। তিনি একাধারে লেখক, আবৃত্তিশিল্পী এবং সংগঠকও। বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম-সদস্য সচিব সুকান্ত গুপ্ত সাংগঠনিক আবৃত্তি চর্চার পাশাপাশি নিয়মিত স্থানীয় এবং জাতীয় দৈনিকে লেখালেখির সঙ্গে জড়িত। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সুকান্ত গুপ্তের কবিতার গ্রন্থ ‘এবং মেঘবালিকা’। এটি লেখকের চতুর্থ মৌলিক গ্রন্থ।

কবিতা গ্রন্থটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সামির বিপ্লব। পাঠক অমর একুশে বইমেলায় মূর্ধন্য প্রকাশনীর ১০৬-১০৭ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বইটি অনলাইনে রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। এর আগে লেখকের আরও তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘অরণি’ ‘অপ্রস্তুত যাত্রা’ এবং ‘গন্তব্য’।

×