ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নতুন গানে কণ্ঠ দিলেন বর্ণালী সরকার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন গানে কণ্ঠ দিলেন বর্ণালী সরকার

বর্ণালী সরকার

এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। কিছুদিন আগে তার প্রথম মৌলিক গান ‘হৃদয়ের আয়না’ প্রকাশ হয়। নিজের জন্মদিনে প্রথম মৌলিক গান প্রকাশ হওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিল বর্ণালী। সে সময় বর্ণালী বলেন, জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্যরকম।

আমর কাজের বিশেষ করে গানের ক্ষেত্রে দায়িত্ব আরও বেড়ে গেল। সামনে আরও ভালো কাজ করতে চাই। সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন বর্ণালী। ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’ শিরোনামের গানটি লিখেছেন সজীব অধিকারী। গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তুর্য্য। মৌ টিভির জন্য গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।
এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।
গীতিকার সজীব অধিকারী বলেন, এ সময়ের দর্শকের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।
সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে। জানা গেছে, খুব শীঘ্রই গানের ভিডিও মৌ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

×