ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

গান গাইতে গাইতেই মৃত্যু: আশা ভোসলের অমূল্য ইচ্ছা!

প্রকাশিত: ২০:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

গান গাইতে গাইতেই মৃত্যু: আশা ভোসলের অমূল্য ইচ্ছা!

ছবিঃ সংগৃহীত

৯১ বছর বয়সেও সুরের জাদুতে মঞ্চে বাজিয়ে দেন তাঁর সুরেলা কণ্ঠ। সম্প্রতি ‘কাপল অব থিংস উইথ আরজে আনমোল অ্যান্ড অমৃতা রাও’ পডকাস্টে এসে কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে শেয়ার করেছেন তাঁর জীবনের অমূল্য স্মৃতি। সংগীত পরিচালক আর ডি বর্মনের সঙ্গে সম্পর্কের নানা দিক উঠে এসেছে সেই আলাপে।

আশা ভোসলে জানালেন, আর ডি বর্মন ছিলেন একেবারে বিনয়ী, নিজের মহিমা কখনোই প্রকাশ করতেন না। সুরকারের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল অগাধ। এমনকি একটি হিরে প্রস্তাব দিলে তিনি বলতেন, "এর চেয়ে ভালো গান রেকর্ড করো।" গান ছিল তাঁর কাছে সোনার চেয়েও মূল্যবান।

আশা আরো বলেন, আর ডি বর্মনের সঙ্গে তাঁর ডাকনাম ছিল ‘বাবুয়া’, পরে সেটি ছোট হয়ে ‘বাব’ হয়ে গিয়েছিল। তবে মঞ্চে গান গাওয়ার সময় তার স্মৃতির সাগরে ভেসে যেতে হয়, "গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে। শ্রোতারা তাদের অতীতকে নতুন করে আবিষ্কার করে," বলছিলেন আশা।

তার সবথেকে বড় ইচ্ছা হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গাওয়া। "আমি তিন বছর বয়স থেকে গান শিখেছি, ৮২ বছর ধরে প্লেব্যাক করছি। এখন একমাত্র ইচ্ছা, গাইতে গাইতেই মরতে চাই। এই ইচ্ছা পূর্ণ হলে আমি সবচেয়ে সুখী হব," জানালেন আশা ভোসলে।

গানের সুরে জীবন কাটানো এই কিংবদন্তি, আমাদের প্রেরণা হয়ে থাকবে চিরকাল।

আসিফ

×