ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অভিনেত্রী পরীমনি

আমি একটা জিনিসে ফেল করিনি এবং করতে চাই না

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আমি একটা জিনিসে ফেল করিনি এবং করতে চাই না

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনি সবসময়ই শিরোনামে থাকেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে—তার মাতৃত্ব। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি একটা জিনিসে ফেল করিনি এবং করতে চাই না, সেটি হলো আমার মাদারহুড।"

পরীমনি তার একমাত্র ছেলে পদ্ম-কে ঘিরেই এখন তার জীবন আবর্তিত করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ছেলের সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলো শেয়ার করেন তিনি। মা হিসেবে নিজের দায়িত্ব ও ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি জানান, মাতৃত্ব তার জন্য শুধুই দায়িত্ব নয়, এটি তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।

অভিনয় জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও মায়ের ভূমিকায় তিনি শতভাগ সফল—এমনটাই মনে করেন তিনি। তার মতে, "আমি চাই, আমার সন্তান সঠিকভাবে বড় হোক, ভালো মানুষ হোক। তার জন্য যা কিছু করার দরকার, আমি তা করব।"

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্টে পরীমনি ও শরিফুল রাজের ঘর আলো করে আসে তাদের সন্তান পদ্ম। যদিও পরবর্তীতে ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন দেখা গেছে, তবে মাতৃত্ব নিয়ে তিনি কখনোই আপস করেননি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন মাতৃত্বকেও পূর্ণভাবে উপভোগ করছেন পরীমনি। তিনি বারবারই বলেছেন, "সন্তান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।" তার মাতৃত্বের প্রতি এই ভালোবাসা এবং দায়বদ্ধতা অনুরাগীদেরও হৃদয় ছুঁয়ে গেছে।

জাফরান

×