
ছবি: সংগৃহীত
এবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেখা যাবে ভিন্ন রূপে। নায়ক থেকে গায়ক নাম নিতে যাচ্ছেন তিনি।
বলিউডে অক্ষয় কুমার মানে তোলপাড়। একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল এই অভিনেতার। অক্ষয়ের সিনেমা মানে হিট।
অথচ বেশ দীর্ঘ সময় ধরে হিটের মুখ দেখছেন না এই নায়ক। তার সর্বশেষ সিনেমাটি সুপার ফ্লপ। এবার এই অবস্থাতেই নতুন রূপ অক্ষয় কুমারের।
জানা গেছে অভিনয়ের পাশাপাশি গায়ক হয়ে ফিরছেন অক্ষয়। নিজেই প্রকাশ্যে এনেছেন তার গানের ভিডিও।
তার গানের যাত্রা শুরু শিব আরাধনার হাত ধরে, প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন তিনি। তার গানের অ্যালবামের নাম মহাকাল চলো।
শিলা ইসলাম