ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাদামাটা নুসরাত ফারিয়া

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সাদামাটা নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

খুব ব্যতিক্রম কিছু ক্ষেত্রেই নায়িকাদের ঘরোয়া কিংবা সাধারণ কোনো লুকেই দেখা মেলে। এই যেমন সম্প্রতি নুসরাত ফারিয়া ভক্তদের মাঝে হাজির হলেন নিজের এমনই কোনো অবয়বে। 

সোমবার সন্ধ্যায় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যেখানে ‘মেকআপহীন’ ঘরোয়া লুকেই দেখা মিলেছে এই অভিনেত্রীর। 

কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ ব্যবহার করেছেন তিনি। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন, তার চোখে তুমি সবসময় সুন্দর।

 ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, যে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি সকল অবস্থাতেই সুন্দর। কারো মন্তব্য, দেখার দৃষ্টিভঙ্গি সুন্দর হলে সকলেই সুন্দর। 
 

 ফারিয়ার অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নানা সময় তিনি দেশ-বিদেশের নামিদামি ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন। তাই মডেলিংয়ের প্রতি তার ভালোবাসা শুরু থেকেই। তাই তো বিশ্বের তারকা মডেলদেরও নিয়মিত খোঁজ রাখেন এই তারকা।

নুসরাত ফারিয়া মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ে ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।
 

শহীদ

×