
অভিনেতা ইরফান সাজ্জাদ
বাংলাদেশী মডেল এবং চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ তার ভেরিফায়েড ফেইজবুক পোস্টে লিখেন, আমি ওই মানুষগুলোকে খুবই অপছন্দ করি যারা মানুষ বেঁচে থাকা অবস্থায় সালামের জবাবটাও দেয় না অথচ মানুষটা মরে গেলে ফেসবুকে লিখে বেড়ায় " কত কথা ছিল তোর সাথে, কত কাজ করার ছিল তোর সাথে, আর হলো না"!
অথচ কাজ হোক না হোক ওই একটা সালামের জবাব পেলে হয়তো মানুষটা নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতো!
সাজিদ