ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তিশা-প্রীতমের চমক ‘ঘুমপরী’

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

তিশা-প্রীতমের চমক ‘ঘুমপরী’

জাহিদ প্রীতম ও তিশা

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন অভিনয় করেছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে।


শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। যেখানে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে চিকিৎসকের অ্যাপ্রোনে দেখা গেছে। 
 
এ নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’

‘ঘুমপরী’ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’ 

 এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার প্রকাশ হয়েছে। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানাচ্ছেন শ্রোতারা।

শহীদ

×