![বিয়ে করলেই তো সব শেষ বিয়ে করলেই তো সব শেষ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-83-2502161503.jpeg)
ছবিঃ সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক প্রেস মিটআপে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কুয়ালালামপুরে বসন্ত উৎসবে অংশগ্রহণের সময় তিনি এই মিটআপে অংশ নেন।
প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে পূজা চেরি স্পষ্টভাবে জানান, বর্তমানে তিনি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করছেন না। তিনি বলেন, "বিয়ে করলেই তো সব শেষ। আগে নিজেকে সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই।" তিনি আরও উল্লেখ করেন, "বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আটকে যাব।"
অভিনয়ে তার শুরুর গল্প সম্পর্কে পূজা জানান, ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন সিনেমার সংলাপ অনুশীলন করতেন। তার মা-বাবা তখনই বুঝতে পেরেছিলেন যে, তিনি কিছু একটা হবেন। শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা 'নূর জাহান' সম্পর্কে পূজা বলেন, "নূর জাহান সিনেমার প্রিমিয়ার শো'য়ে গিয়ে একটা ভয় ছিল, আমাকে কি নায়িকা হিসেবে দর্শক গ্রহণ করবে। তবে শো শেষে দেখলাম সবাই প্রশংসা করলো এবং আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করলো।"
বর্তমানে পূজা চেরি তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ভবিষ্যতে আরও বড় প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, "আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলব যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালবাসতে হবে। কারণ সবার আগে দেশ।"
জাফরান