ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নাকের গঠনের জন্য কাজ না পেয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, ভেবেছিলেন বলিউড ছাড়ার কথাও

প্রকাশিত: ০৭:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নাকের গঠনের জন্য কাজ না পেয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, ভেবেছিলেন বলিউড ছাড়ার কথাও

একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতির মূল কারণ ছিল প্রিয়ঙ্কার নাকের গঠন।

বর্তমানে তাঁর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। মডেলিং থেকে কর্মজীবনের শুরুয়াত। তার পরে অভিনয়। বলিউড থেকে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু একটা সময় বলিউড ছেড়ে ফিরে যেতে চেয়েছিলেন বরেলীতে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতির মূল কারণ ছিল প্রিয়ঙ্কার নাকের গঠন। সম্প্রতি পরিচালক অনিল শর্মা এই বিষয়টি প্রকাশ্যে আনলেন।

কর্মজীবনের প্রথম দিকে নাকে অস্ত্রোপচার হয়েছিল প্রিয়ঙ্কার। নাকের ভিতর থেকে পলিপ সরিয়ে ফেলতে এই অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু এই অস্ত্রোপচারের জেরে আরও জটিলতা তৈরি হয়েছিল। যার জেরে বহু ছবি হাতছাড়া হয়েছিল অভিনেত্রীর। দুঃসময়ে প্রিয়ঙ্কার পাশে ছিলেন অনিল শর্মা। জটিলতা পেরিয়ে আসতে সাহায্য করেছিলেন তিনি। অনিল শর্মা তাঁর ছবি ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’-তে প্রিয়ঙ্কাকে বিশেষ চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন।

রাজু

×