![অবশেষে লাইভে পরীমনি জানালেন কে তার ভ্যালেন্টাইন! অবশেষে লাইভে পরীমনি জানালেন কে তার ভ্যালেন্টাইন!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-23-2502151750.jpg)
পরীমনির ফেসবুক পোস্ট ঘিরে তার ভক্তদের মধ্যে ছিল নানান জল্পনা কল্পনা! কে হতে পারে পরিমনির ভ্যালেন্টাইন ,যাকে কিনা রাত দশটায় লাইভে পরিচয় করিয়ে দেবেন?
অবশেষে দেখা মিললো পরিমনির ভ্যালেন্টাইন!পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন,লাইভে,আজ রাত ১০ টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইন এর পরিচয় করিয়ে দেবো।আসছি”
এটি ছিল মূলত একটি প্রমোশনাল পোস্ট। এখানে তিনি “বডি” নামে একটি নতুন পোশাক ব্র্যান্ড প্রমোট করেছেন।ব্র্যান্ড প্রমোশনের এই অভিনব কৌশলে পরীমনির ভক্তরা অনেকেই হয়েছেন উচ্ছ্বসিত আবার অনেকেই হয়েছেন হতাশ।
আফরোজা