![ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই:পরীমনি ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই:পরীমনি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-22-2502151732.jpg)
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বরাবরই আলোচনায় থাকেন তাঁর অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি, যেখানে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি, চিন্তাধারা ও মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি ভালোবাসার মানুষ নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
যেখানে তিনি লিখেছেন, ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই।
১৫ ফেব্রুয়ারি সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি লেখেন,"শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলো-ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তাঁর প্রাণের মানুষটিকে তাঁর নিজের নাম ছাড়িয়েই দেখতে চাই পৃথিবীতে।"
"পৃথিবীর সবাই চায় তার কাজের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যেতে, নিজের নামকে উজ্জ্বল করতে। কিন্তু সেটা কখনই প্রতিশোধপরায়ণ মনোভাব থেকে হওয়া উচিত নয়। অন্তত যাকে তুমি ভালোবাসো, যাকে নিজের বলে জানো, তাকে ছাড়িয়ে যেতে নেই। বরং তাকে সঙ্গে নিয়েই দুনিয়া জয় করা যায়।"
পরীমনির এই পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মন্তব্যের ঘরে অনেকে তাঁর লেখার সৌন্দর্য ও গভীরতা নিয়ে প্রশংসা করেছেন। এক ভক্ত লিখেছেন, “পরী এত সুন্দর কথা কীভাবে লেখেন?” আরেকজন লিখেছেন, “অসাধারণ সুন্দর লাগছে।” কেউ কেউ বলেছেন, “এটি খুবই গঠনমূলক এবং ইতিবাচক একটি বার্তা।”
এদিকে, পরীমনি সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক নীরব। জানা গেছে, ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: https://tinyurl.com/54vzjnxc
আফরোজা