ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

মালাইকার নাচে বাকরুদ্ধ অর্জুন! বললেন— "বছর বছর ধরে নিঃশব্দ হয়ে আছি"

প্রকাশিত: ২১:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মালাইকার নাচে বাকরুদ্ধ অর্জুন! বললেন—

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং তার সাবেক প্রেমিকা মালাইকা অরোরা আবারও একসঙ্গে দেখা গেল, তবে এবার এক রিয়েলিটি শো-তে। সম্প্রতি ভারতের জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো "ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার বনাম সুপার ড্যান্সার"-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকর। তারা তাদের আসন্ন সিনেমা "মেরে হাজবন্দ কি বিবি" প্রচারে এসেছিলেন।

শো চলাকালীন, বিচারক মালাইকা অরোরা তার জনপ্রিয় গানগুলোর তালে নাচেন। স্টেজে তার পারফরম্যান্স দেখে অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকর উচ্ছ্বাস প্রকাশ করেন। মালাইকার নাচ শেষে, শো-এর হোস্ট হর্ষ লিম্বাচিয়া অর্জুনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মজার ছলে বলেন, "আমার বলতি (কথা) বন্ধ হয়ে গেছে বছর বছর ধরে, আমি এখনও চুপ থাকতে চাই!"

তবে এরপর অর্জুন মালাইকার প্রশংসা করে বলেন, "আমি আমার প্রিয় সব গান একসঙ্গে শুনতে পেলাম, যা তার ক্যারিয়ার এবং জীবনের প্রতিফলন। এত দুর্দান্ত কাজের জন্য তাকে অভিনন্দন। তিনি এখনো যেভাবে পারফর্ম করছেন, তা সত্যিই প্রশংসনীয়।" মালাইকা তার এই প্রশংসায় হাসিমুখে ‘ধন্যবাদ’ জানান।

মজার কথোপকথনের মধ্য দিয়ে অর্জুন-মালাইকার সম্পর্কের রসায়ন আরও একবার প্রকাশ পেল। যদিও ২০১৮ সালে শুরু হওয়া তাদের প্রেম ২০২৪ সালে শেষ হয়, তবে তারা এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

এদিকে অর্জুন কাপুরের নতুন সিনেমা "মেরে হাজবন্দ কি বিবি", যেখানে তিনি ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং-এর সঙ্গে অভিনয় করেছেন, এটি ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

আসিফ

×