ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

দুই থেকে তিন হচ্ছেন পরমব্রত-পিয়া

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

দুই থেকে তিন হচ্ছেন পরমব্রত-পিয়া

ভালোবাসা দিবস কাটতে না কাটতেই সুখবর দিলেন কলকাতার অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। সোশ্যালে পরমের সঙ্গে ছবি শেয়ার করে গায়িকা ও সমাজকর্মী পিয়া লিখলেন, এবার তাদের দুই থেকে তিন হওয়ার পালা। পিয়া লিখেছেন, এটা আমরা। আমাদের সবচেয়ে বড় নীনা, তারপর গত বছর এসেছে বাঘা। আর এবার আমাদের ভালোবাসা ধীরে ধীরে বড় হচ্ছে। খুব শীঘ্রই সে মানব শরীরে আমাদের কাছে আসবে। সঙ্গে হ্যাশট্যাগ বেবি কামিং সুন। দুই পোষ্য বাঘা ও নীনাকে সঙ্গে নিয়েই নতুন সদস্য আসার খবর দিলেন পিয়া।
২০২৩ সালে নভেম্বর মাসে পিয়াকে বিয়ে করেন পরম। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সারেন তারা। তারপর ইন্ডাস্ট্রির হাতেগোনা কয়েকজনকে নিয়ে রিসেপশন পার্টিও করেছিলেন। প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি পরম ও পিয়াকে। এবার বাবা হওয়ার খবরটায় পরম চুপই থাকলেন। তবে পিয়া জানিয়েছেন, জুন মাসেই তার কোলে আসবে ফুটফুটে সন্তান।

×