![আজ রাত ১০টায় কোন চমক দিবেন পরিমণি? আজ রাত ১০টায় কোন চমক দিবেন পরিমণি?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_19-38-6-2502151341.jpg)
ছবিঃ সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী পরিমণি ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন। সোমবার রাতে এক লাইভ পোস্টে তিনি জানিয়েছেন, আজ রাত ১০টায় বিশেষ একজন-এর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন।
পরিমণি লেখেন, "আজ রাত ১০ টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইন এর পরিচয় করিয়ে দেবো। আসছি "।
তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কৌতূহল বেড়ে গেছে। কে হতে পারেন পরিমণির বিশেষ ভ্যালেন্টাইন—এ নিয়ে চলছে জল্পনা।
পরিমণি ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্যারিয়ার নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। এবার তার নতুন ঘোষণায় আবারও ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। রাত ১০টায় পরিমণির ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনেকে।
মারিয়া