![তারা সমাজের ময়লা আবর্জনা হতে এসেছে: সাদ্দাম মাল তারা সমাজের ময়লা আবর্জনা হতে এসেছে: সাদ্দাম মাল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13---2025-02-15T193657143-2502151337.jpg)
ছবিঃ সংগৃহীত।
সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপরে হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন তার অনুসারীরা। এ সময়ের জনপ্রিয় অভিনেতা এবং কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল উপস্থিত ছিলেন। তার বক্তব্য হামলাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জহিরুল ইসলাম মিরন সমাজের একজন গুণী ব্যক্তি। আজকে তার পিছনে কারা দাঁড়িয়েছেন, দেশের আলেম-ওলামা শিক্ষিত মানুষ সবাই তার পিছনে দাঁড়িয়ে আছেন। তোমাদের পিছনে কারা দাঁড়িয়ে আছেন? তোমরা আসলে সমাজের ময়লা আবর্জনা।
বরিশালের আঞ্চলিক ভাষায় ইউটিউবে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন সাদ্দাম মাল। মানুষকে হাসানোর কনটেন্ট তৈরি করে বরিশালের মানুষের মন জয় করে এখন বিনোদন ছড়িয়ে দিয়েছেন সারা দেশে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার এই অভিনেতা ইতিমধ্যে তৈরি করেছেন প্রায় তিনশত কনটেন্ট। কাজ করেছেন বেশ কিছু টিভি নাটক ও সিনেমায়।
মুহাম্মদ ওমর ফারুক