ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

পবিত্র কাবা শরীফে তিন কবুলে আবদ্ধ হলেন কুবরা ও গওহর

প্রকাশিত: ১৯:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পবিত্র কাবা শরীফে তিন কবুলে আবদ্ধ হলেন কুবরা ও গওহর

বুধবার মক্কার পবিত্র কাবা শরিফে তিন কবুলের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গওহর রশিদ। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা তাদের বিয়ের সংবাদটি জানান।  বিয়ের পাশাপাশি বর্তমানে তারা উমরাহ পালন করছেন। 

ইনস্টাগ্রামের যৌথ পোস্টে তারা লিখেছেন, আল্লাহর কুরসির নিচে, ৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, কবুল। 

তাদের শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি ছিল পবিত্র কাবায় তাদের হাত রাখা, অন্যটি ছিল তারা একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন এবং পেছনে মহিমান্বিত কাবা ঘর।

কুবরা ও গওহর তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, তারা পবিত্র শহর মক্কাতে বিয়ে করবেন। 

 

ফুয়াদ

×