![আল্লাহর রহমত ও বরকত কামনা করলেন নায়িকা শাবনূর আল্লাহর রহমত ও বরকত কামনা করলেন নায়িকা শাবনূর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-3-2502150850.jpg)
এক সময়ের ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর সিনেমার পর্দায় এখন না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তসমর্থকদের সংস্পর্শে থাকেন সবসময়।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে লাল রঙের পোশাক পরা তিনটি ছবি আপলোড করেন শাবনূর।
পোস্টে ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, ‘শবে বরাত’। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’
পহেলা ফাল্গুন নিয়ে শাবনূর লেখেন, ‘আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’
পোস্টের শেষে ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইন’।
ফুয়াদ