ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

আমি বাংলায় গান গাই গানের কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

প্রকাশিত: ১৪:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আমি বাংলায় গান গাই গানের কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

ছবি : সংগৃহীত

‘আমি বাংলায় গান গাই’ গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। 
 
১৫ ফেব্রুয়ারি শনিবার ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

গুরুতর অসুস্থ অবস্থায় প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর হৃদ্‌রোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ড। 

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি নিজের লেখা গানে সুর দিতেন। তার অনেক সৃষ্টির মধ্যে অনন্য আমি বাংলায় গান গাই। 
 

শিলা ইসলাম

×