ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যে তারকারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

প্রকাশিত: ০২:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

যে তারকারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের তারকারা রয়েছেন, যারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করেন। তবে মাঝেমধ্যে শোনা যায় তারকাদের ধর্মান্তরের খবর। অনেকেই ভালোবাসার টানে, আবার কেউ কেউ আত্মিক প্রশান্তি লাভের আশায় নতুন ধর্ম গ্রহণ করেন। আজকের প্রতিবেদনে থাকছে সেইসব তারকাদের গল্প, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এ আর রহমান: বলিউডের প্রখ্যাত সুরস্রষ্টা এ আর রহমানের জন্ম হয়েছিল হিন্দু পরিবারে। তাঁর নাম ছিল আর এস দীলিপ কুমার। ২২ বছর বয়স পর্যন্ত তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। অল্প বয়সে বাবাকে হারানোর পর পরিবার চরম অর্থনৈতিক দুরবস্থার মুখোমুখি হয়। তাঁর মা ছিলেন পীর করিমোল্লা শাহ কাদদীর অনুসারী। ১৯৮৪ সালে যখন রহমানের ছোট বোন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন সাহায্যের জন্য পীর র করিমোল্লার কাছে যান তিনি। এর পর থেকেই তাঁর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। অবশেষে ১৯৮৯ সালে পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।

ধর্মেন্দ্র ও হেমা মালিনী: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়েছিলেন সমসাময়িক নায়করা, তবে তিনি মন দিলেন ধর্মেন্দ্রকে। সে সময় ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন, কিন্তু তাঁর প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না। হিন্দু ধর্ম অনুযায়ী, প্রথম স্ত্রী জীবিত থাকলে দ্বিতীয় বিয়ে করা যায় না। তাই ধর্মের বাঁধা এড়াতে ধর্মেন্দ্র ও হেমা মালিনী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শর্মিলা ঠাকুর: বলিউডে সৌন্দর্য ও অভিনয়ের ঝড় তোলা বঙ্গ কন্যা শর্মিলা ঠাকুর প্রেমে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নবাব মনসুর আলি খান পতৌদির। পতৌদি ছিলেন মুসলিম, তাই তাঁকে বিয়ে করার জন্য শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁদের সন্তান সাইফ আলি খানও ইসলাম ধর্মের অনুসারী।

অমৃতা সিং: শর্মিলা ঠাকুরের পুত্রবধূ এবং অভিনেত্রী অমৃতা সিং শিখ ধর্মের অনুসারী ছিলেন। তবে সাইফ আলি খানকে বিয়ে করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও তাঁদের বিবাহিত জীবন ১৩ বছর পর ভেঙে যায়, তবুও অমৃতা ইসলাম ধর্মই পালন করে আসছেন।

আয়েশা টাকিয়া: জনপ্রিয় বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া দীর্ঘদিন প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। ২০০৯ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও তিনি কখনও প্রকাশ্যে ধর্মান্তরের বিষয়টি স্বীকার করেননি। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, যার নাম মিকাইল আজমি।

মাইকেল জ্যাকসন: পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন মৃত্যুর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুসলিম হওয়ার পর তাঁর নাম রাখা হয় মিখাইল। ধারণা করা হয়, প্রযোজক ও গীতিকার ডেভিড ওয়ালশ পাই এবং ফিলিপ বলের অনুপ্রেরণায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁদের মতে, ইসলাম ধর্ম তাঁকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে।

মানুষ বিভিন্ন কারণে ধর্ম পরিবর্তন করে। কেউ প্রেমের টানে, কেউ আত্মিক প্রশান্তির খোঁজে নতুন বিশ্বাস গ্রহণ করেন। বলিউডসহ বিশ্ব সংগীত অঙ্গনের তারকারাও এই ধর্মান্তরের ধারাবাহিকতায় পিছিয়ে নেই।

সূত্র:https://tinyurl.com/bp79yrsz

আফরোজা

×