ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তানজিন তিশার কাছে ভালোবাসার সংজ্ঞা কী? যা বললেন অভিনেত্রী

প্রকাশিত: ২১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

তানজিন তিশার কাছে ভালোবাসার সংজ্ঞা কী? যা বললেন অভিনেত্রী

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভালোবাসা ও পেশাগত লক্ষ্য নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। তার মতে, “সততা যেখানে, সেখানে ভালোবাসা; যেখানে ভালোবাসা, সেখানে সততা।”

সম্প্রতি এক বক্তব্যে তানজিন তিশা বলেন, “Without honesty, there is no love.” তিনি আরও জানান, তার ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্য হলো এমন একজন অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করা, যাতে তিনি অভিনয় ছেড়ে দিলেও দর্শক তাকে মনে রাখে।

“আমার শেষ গন্তব্য হচ্ছে আমি তো অভিনয় করি, তবে আমি চাই আমার শেষটা হোক অসাধারণ একজন অভিনেত্রী হিসেবে। যখন আমি অভিনয় ছেড়ে দেব, বাচ্চাকাচ্চা নিয়ে ব্যস্ত থাকব, তখনও যাতে মানুষ আমাকে মিস করে। এটাই আমার ক্যারিয়ার গোল।”

তানজিন তিশার এই বক্তব্যে তার পেশাদারিত্ব ও অভিনয়ের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে। ভক্তরা তার এই ভাবনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তার সফল ভবিষ্যৎ কামনা করেছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15JnEooxdx/

মারিয়া

×