ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন তিশা

প্রকাশিত: ১৯:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন তিশা

ছবি: সংগৃহীত

নুরসাত ইমরোজ তিশা ভ্যালেন্টাইনস ডে'তে অনুরাগীদের প্রতি শুভেচ্ছা জানালেন

আজকের বিশেষ দিনে, অভিনেত্রী নুরসাত ইমরোজ তিশা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। তিনি তার ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "Happy Valentine’s day everyone. Happy Valentine’s Day MSF ❤️❤️"।

পোস্টটির ক্যাপশনে তিনি তার অনুরাগীদের ভালবাসা এবং শুভেচ্ছা জানিয়ে #tisha, #nusratimrosetisha, #imrose, #happyvalentinesday, #ilhamnusratfarooki, @farooki_mostofa হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

তার এই বিশেষ পোস্টটি ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এবং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

নুরসাত ইমরোজ তিশা বর্তমানে বাংলা নাটক ও সিনেমার একজন জনপ্রিয় মুখ, এবং তার ভ্যালেন্টাইনস ডে পোস্টটি তার অনুরাগীদের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে।

আসিফ

×