
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তিনি জানান, অনেকের আর্থিক সামর্থ্য থাকলেও ওমরাহ পালনের সুযোগ পান না। আল্লাহর অশেষ রহমতে তিনি এই সুযোগ পেয়েছেন এবং ভবিষ্যতে আবারও ওমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে, গত ২৫ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন অহনা। সেখানে তিনি ওমরাহ পালন করেন এবং কাবা শরীফের সামনে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একটি স্ট্যাটাসে তিনি লেখেন, "আমার প্রিয় ২০২৪ সাল, তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছো, আবার অনেক কিছু কেড়ে নিয়েছো এবং মানুষ যে অনেক রকমের হয় সেটাও চিনতে সাহায্য করেছো। কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ, যার অনুভূতি হয়তো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এখন বুঝলাম, জানলাম, শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস এবং ঈমান আরও মজবুত হয়ে গেলো।"
ভক্তরা অহনার এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন।
জাফরান