ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হানিমুনে কোথায় গেলেন নিজেই জানিয়ে দিলেন এই অভিনেত্রী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

হানিমুনে কোথায় গেলেন নিজেই জানিয়ে দিলেন এই অভিনেত্রী

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও চিকিৎসক রুকাইয়া জাহান চমক প্রথমবারের মতো স্বামী আজমান নাসিরের সঙ্গে ভালোবাসা দিবস ও হানিমুন উদযাপন করছেন মালোশিয়াতে। বিশেষ এই মুহূর্তের কিছু ছবি তিনি সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন এবং স্বামীকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা লিখেছেন।

চমক লেখেন—

"এটি আমাদের প্রথম হানিমুন এবং প্রথম ভালোবাসা দিবস একসঙ্গে Mr. & Mrs. হিসেবে। প্রিয় স্বামী, এভাবেই সারাজীবন আমার পাশে থেকো, হাসিখুশি থেকো। আমি চাই, ঠিক এইভাবেই আমরা আমাদের ৭০তম ভালোবাসা দিবস উদযাপন করি। শুভ ভালোবাসা দিবস, আমার ভালোবাসা "

চমকের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা কমেন্টে তাদের জন্য ভালোবাসা ও শুভকামনা জানান। অনেকেই দম্পতির সুখী দাম্পত্য জীবনের প্রশংসা করে বলেন, "ভালোবাসার সত্যিকারের উদাহরণ চমক-নাসির।"

প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চমক। বিয়ের পর থেকেই তারা একসঙ্গে বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন।

চমকের শেয়ার করা এই রোমান্টিক মুহূর্ত তাদের প্রথম ভালোবাসা দিবস ও হানিমুনের বিশেষ স্মৃতি ধরে রেখেছে, যা তাদের ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

জাফরান

×